২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৮:৫২:৪৫ পূর্বাহ্ন


প্রেমের জালে ফাঁসিয়ে ৩৪ লক্ষ টাকা প্রতারণা করলো মার্কিন মহিলার
এম সিয়াম:
  • আপডেট করা হয়েছে : ২৪-১২-২০২২
প্রেমের জালে ফাঁসিয়ে ৩৪ লক্ষ টাকা প্রতারণা করলো মার্কিন মহিলার প্রেমের জালে ফাঁসিয়ে ৩৪ লক্ষ টাকা প্রতারণা করলো মার্কিন মহিলার


ভারতে এসে প্রতারণার শিকার হয়েছেন এক মার্কিন মহিলা। স্বামীর মৃত্যুর পর তাঁর মানসিক অস্থিরতার সুযোগ নিয়ে, ভুল বুঝিয়ে, প্রেমের জালে ফাঁসিয়ে ৩৪ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সাইবার ক্রাইম থানায় এফ আই আর দায়ের করেছেন ৬৩বছর বয়সি মহিলা।

ঘটনাটি ঘটেছে গুজরাতের আমদাবাদে। ওই মহিলা একজন মার্কিন নাগরিক। তবে বছরের মধ্যে ৮ মাস আমেরিকায় থাকলেও বাকি ৪ মাস ভারতে কাটান তিনি। আমদাবাদের ভাসনা এলাকার বাসিন্দা ওই মহিলা শুক্রবার সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন। তিনি জানান, স্বামীর মৃত্যুর পর চলতি বছর অগস্ট মাসে সোশ্যাল মিডিয়া মারফত এক ব্যক্তির সাথে তাঁর আলাপ হয়। আন্দ্রেজ মার্টিনেজ নামে ওই ব্যক্তি নিজেকে স্কটল্যান্ডের বাসিন্দা বলে পরিচয় দিয়েছিল।

তিনি জানান, স্বামীর মৃত্যুর পর সেই সময় অবসাদে ভুগছিলেন তিনি। এরপর আমদাবাদে এসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মার্টিনেজের সঙ্গে তাঁর পরিচয় হয়। মার্টিনেজ জানায়, সম্প্রতি তার স্ত্রীরও মৃত্যু হয়েছে। অল্প সময়ের মধ্যেই মহিলা এবং ওই ব্যক্তির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। তাঁর উপর মানসিকভাবে নির্ভরশীল হয়ে পড়েন মার্কিন মহিলা।

মার্টিনেজ জানিয়েছেন, সে অত্যন্ত বড়লোক। ৩-৪টি বড় ব্যবসা রয়েছে তার। সে মহিলাকে বিয়ের প্রস্তাব দেয়। যদিও বিয়ের প্রস্তাব নাকচ করে দেন মহিলা। জানান, তিনি আপাতত বন্ধুত্বটুকুই রাখতে চান। 

এর কিছুদিন পর মার্টিনেজ জানায়, সে ব্যবসার কাজে বাইরে যাচ্ছে। তার কয়েকদিন পরেই মহিলাকে ফোন করে বলে, তার অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা চুরি হয়ে গেছে , সেটি ব্লকও হয়ে গেছে। ‘যেহেতু ও আমার সঙ্গে নিজের পরিবারের সদস্যের মতোই ব্যবহার করত, তাই আমি ওকে সাহায্য করার সিদ্ধান্ত নেই। ও আমার কাছে টাকা চাওয়ার পর সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত কয়েক ধাপে আমি ওকে ১৯ লক্ষ টাকা পাঠিয়ে দিই,’ এফআইআর-এ জানিয়েছেন মহিলা।

তিনি আরও জানিয়েছেন, নভেম্বরে প্রথম সপ্তাহ থেকেই তাঁর কাছে কিছু উপহার আসা শুরু হয়। তারও কয়েকদিন পর থেকেই একজন মহিলা তাঁকে ফোন করতে শুরু করেন। ওই মহিলা নিজেকে মুম্বইয়ের শুল্ক দফতরের আধিকারিক হিসেবে পরিচয় দেন। উপহারের ছবি এবং ভিডিও পাঠিয়ে জরিমানা হিসেবে তাঁর কাছ থেকে ১৫ লক্ষ টাকা আদায় করা হয় বলে পুলিশকে জানিয়েছেন মহিলা।

এছাড়াও রিজার্ভ ব্যাঙ্কের আধিকারিক বলে পরিচয় দিয়ে এক ব্যক্তি ফোন করে টাকা চাইতে শুরু করেন তাঁর কাছে। এরপরেই মহিলা বুঝতে পারেন প্রতারিত হয়েছেন তিনি। শুক্রবার তিনি সাইবার ক্রাইম থানা দ্বারস্থ হন। ঘটনায় অভিযুক্ত মার্টিনেজ সহ আরও কয়েকজনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে পুলিশ। মার্টিনেজের পরিচয় খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে।