২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৮:৪৩:০৪ পূর্বাহ্ন


জেলেনস্কির ভাষণের পর ইরানের হুমকি
আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২৪-১২-২০২২
জেলেনস্কির ভাষণের পর ইরানের হুমকি ফাইল ফটো


মার্কিন কংগ্রেসে দেয়া ভাষণে রাশিয়াকে ইরানের সহায়তা করার অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। জেলেনস্কির ভাষণের প্রেক্ষিতে ইউক্রেনকে হুমকি দিয়েছে ইরান।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানায়, বুধবার (২২ ডিসেম্বর) জেলেনস্কি প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ইউক্রেনকে সতর্ক করে বিবৃতি দেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি, জেলেনস্কির দেওয়া বক্তৃতাকে ভিত্তিহীন এবং অশালীন বক্তব্য অ্যাখ্যা দিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা সব সময়েই অন্যান্য দেশের সার্বভৌমত্বকে সম্মান করে এসেছি, যার মধ্যে ইউক্রেনও পড়ে। কিন্তু জেলেনস্কির জানা উচিৎ ভিত্তিহীন অভিযোগকে কেন্দ্র করে ইরান যে ধৈর্য দেখাচ্ছে, তা অসীম নয়।’ 

নাসের কানানি আরও বলেন, ‘ইরান কোনো ধরনের সামরিক সরঞ্জাম রাশিয়ায় সরবরাহ করছে না’। এ সময় জেলেনস্কিকে পরবর্তী সময়ে এমন অভিযোগ করা থেকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।

এর আগে বুধবার ক্যাপিটল হিলে মার্কিন কংগ্রেসে দেয়া ভাষণে ইরানকে গণহত্যাকারীর বন্ধু বলে উল্লেখ করে জেলেনস্কি বলেন, ‘রাশিয়া আমাদের শহরগুলোতে যখন দখল করতে পারছে না, তখন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে তাদের ধ্বংস করার চেষ্টা করছে।’

তিনি বলেন, ‘রাশিয়ায় পাঠানো ইরানের সেই মারাত্মক ড্রোন আমাদের গুরুত্বপূর্ণ অবকাঠামোর জন্য হুমকি হয়ে উঠেছে। রাশিয়া গণহত্যার নীতিতে একটি মিত্র খুঁজে পেয়েছে, তার নাম ইরান। এভাবেই একজন সন্ত্রাসী অন্যজনকে খুঁজে পেয়েছে। এখনই যদি আমরা তাদের বন্ধ না করি, তাহলে তারা যুক্তরাষ্ট্রের অন্যান্য বন্ধু রাষ্ট্রের বিরুদ্ধেও হামলা চালাবে আর তা সময়ের ব্যাপার মাত্র।’

এরআগে অক্টোবরে মার্কিন সামরিক কর্মকর্তারা জানায়, আগস্টের শেষে ইরান রাশিয়ার কাছে ১ হাজার শাহেদ-ওয়ান থ্রি সিক্স কামিকাজি ড্রোন বিক্রি করেছে। 

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেছেন, ‘আমরা নিশ্চিত করতে পারি যে ক্রিমিয়ায় অবস্থিত রাশিয়ার সেনা সদস্যরা ইরানি ড্রোন ব্যবহার করে ইউক্রেন জুড়ে হামলা চালাচ্ছে। আমরা জানতে পেরেছি, ইরানের সামরিক বাহিনীর সদস্যরা ক্রিমিয়া থেকে ড্রোন হামলায় রাশিয়াকে সহায়তা করেছে।’

ইরান বরাবর এই অভিযোগ অস্বীকার করলেও নভেম্বরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান জানিয়েছেন, ইরান রাশিয়াকে ‘কিছু’ ড্রোন দিয়েছে তবে তা ইউক্রেন যুদ্ধের আগে।