ইসরাইলের অভ্যন্তরে এক ফিলিস্তিনি নাগরিককে গুলি করে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী। খবর আল জাজিরার
শুক্রবার (২৩ ডিসেম্বর) ইসরাইলের রাজধানী তেল আবিব থেকে ১৯ কিলোমিটার দূরে কাফর কাসিমে শহরে এই ঘটনা ঘটে।
ইসরাইলি কর্তৃপক্ষ দাবি করেছে ওই ফিলিস্তিনি ব্যক্তি তিন পুলিশ কর্মকর্তাকে হামলা চালিয়ে আহত করায় তারা গুলি করতে বাধ্য হয়। তবে তাদের দাবি অস্বীকার করেছে নিহতের পরিবার ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
ইসরাইলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, নিহত ওই ব্যক্তি ইসরাইলি সামরিক বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। এরপর গাড়ি দিয়ে পিষ্ট করার চেষ্টা করে। এতে তিন সেনা সদস্য আহত হন। পরে ইসরাইলি সেনার গুলিতে ওই ব্যক্তি নিহত হন।
ঘটনার প্রমাণ দেয়ার জন্য ইসরাইলি কর্তৃপক্ষ একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, এক ব্যক্তি ভবন থেকে বের হয়ে গাড়িতে নিয়ে সেনা সদস্যদের ওপর উঠিয়ে দেন। এছাড়া গুলি করেন। তবে এই ভিডিওর সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে আল জাজিরা। ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থল থেকে ছুরি ও স্বয়ংক্রিয় অস্ত্র পাওয়া গেছে। তবে নিহত ব্যক্তির নাম, পরিচয় প্রকাশ করেনি তারা।
কাফর কাসিম ইসরাইলের ফিলিস্তিনি-সংখ্যাগরিষ্ঠ একটি শহর। শহরটি ১৯৫৬ সালে ইসরাইলি পুলিশ গণহত্যা চালিয়েছে। ওই বছর একদিনে ২৩ শিশুসহ ৪৮ জন ফিলিস্তিনিকে হত্যা করে ইসরাইলি পুলিশ।