ইরানে হিজাব-বিরোধী আন্দোলনে সামিল হওয়ার জন্য সেদেশের অস্কারজয়ী অভিনেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সরকার-বিরোধী এই আন্দোলনে সামিল হয়েছিলেন।
১৭ ডিসেম্বর, শনিবার তাঁকে বন্দি করেছে পুলিশ। এরপরই সোশ্যাল মিডিয়ায় ইরান সরকারের মুণ্ডুপাত শুরু করেছেন তারানেহ-র অনুরাগীরা। ইরানের আন্দোলনকারীরাও পিছিয়ে নেই। সবমিলিয়ে সেদেশের অগ্নিগর্ভ অবস্থা ক্রমশ আরও ভয়ঙ্কর হচ্ছে।
গ্রেফতার অভিনেত্রীর নাম তারানেহ আলিদুস্তি। সেদেশের অস্কারপ্রাপ্ত ছবি ‘দ্য সেলসম্যান’-এ অভিনয় করেছিলেন ৩৮ বছর বয়সি এই অভিনেত্রী। ইরানের অন্যতম জনপ্রিয় এই অভিনেত্রী একাধিক ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। দেশ-বিদেশের সিনেমাপ্রেমীদের মধ্যেও তাঁর অসংখ্য অনুরাগী রয়েছেন। সম্প্রতি আন্দোলনকারীদের সমর্থনে একটি পোস্ট করেছিলেন তিনি।
গত ৮ ডিসেম্বর ইরানে এই আন্দোলনে প্রথম একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। সেদিনই সোশ্যাল মিডিয়ায় হিজাব-বিরোধী আন্দোলনের সমর্থনে তারানেহ আলিদুস্তি স্বর তোলেন। মনে করা হচ্ছে এই পোস্টের জেরেই তাঁকে গ্রেফতার করেছে ইরান সরকার।