২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৪:৩৪:১৬ পূর্বাহ্ন


যুক্তরাজ্য উপকূলে নৌকা ডুবে ৪ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৪-১২-২০২২
যুক্তরাজ্য উপকূলে নৌকা ডুবে ৪ জনের মৃত্যু ফাইল ফটো


যুক্তরাজ্যের দক্ষিণপূর্ব উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহন করা একটি নৌকা ডুবে অন্তত চার জনের মৃত্যু হয়েছে। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৪ ডিসেম্বর) ভোরে নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে লাইফবোট, হেলিকপ্টার নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় যুক্তরাজ্য ও ফ্রান্সের উদ্ধারকারী দল।

ব্রিটিশ রেডিও স্টেশন এলবিসি জানিয়েছে, এখন পর্যন্ত ৪৩ জনকে উদ্ধার করা হয়েছে। খুব অল্প সংখ্যক মানুষ মারা গেছে।

ব্রিটিশ সরকারের এক মুখপাত্র বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, ‘যুক্তরাজ্যের জলসীমায় একটি ঘটনার বিষয়ে জানতে পেরেছি আমরা, এ নিয়ে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। যথাসময়ে আরও বিস্তারিত জানাতে পারবো।’

মৃত্যুর সংখ্যা কোন সরকারি সংস্থা না জানালেও, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বেশকয়েকদিন ধরেই যুক্তরাজ্যের তাপমাত্রা কমছে। দেশটির অনেক এলাকায় বরফ পড়ছে। যেখানে আভিবাসনপ্রতাশীরা ডুবেছে সেসময় সেখানকার তাপমাত্রা ছিল ২ ডিগ্রি সেলসিয়াসের কম।

গত সপ্তাহে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অন্তত ৫০০ জন যুক্তরাজ্যে প্রবেশ করেছে। বাতাস কম ও সমুদ্র শান্ত থাকার সুবিধা নিচ্ছেন মানবপাচারকারীরা।