২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৪:৫১:২২ পূর্বাহ্ন


মৃত ইরানি তরুণী মাহসা আমিনিকে মরণোত্তর সম্মান ফোর্বসের
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৩-১২-২০২২
মৃত ইরানি তরুণী মাহসা আমিনিকে মরণোত্তর সম্মান ফোর্বসের ফাইল ফটো


ইরানের কুর্দি তরুণী মাহসা আমিনিকে মরণোত্তর সম্মান জানাল মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিজনেস ম্যাগাজিন ফোর্বস।

গত ১৬ সেপ্টেম্বর হাসপাতালে মারা যান আমিনি। এবার ফোর্বসের তরফে বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী ১০০ নারীর তালিকায় ১০০ তম স্থানে রাখা হয়েছে মাহসা আমিনিকে।

ফোর্বস জানিয়েছে ইরানে অধিকারের জন্য লড়াই করা কয়েক হাজার নারীর প্রতিনিধি হিসেবে তাকে এই মরণোত্তর সম্মান দেওয়া হল।

ইরানের কুর্দিস্তান প্রদেশের সাকেজ শহরে কুর্দি বংশোদ্ভূত তরুণী মাহসা আমিনিকে হিজাব ইস্যুতে গ্রেপ্তার করে ইরান পুলিশ। গত ১৬ সেপ্টেম্বর নীতি পুলিশের হেফাজতে থাকাকালীন হাসপাতালে মারা যান তিনি। তার পরিবারের দাবি, মাহসা আমিনিকে পুলিশি হেফাজতে মারধর করা হয়েছিল। পরে অসুস্থ হয়ে হাসপাতালে মারা যান তিনি। এই ঘটনার পর প্রতিবাদের ইরানে কয়েক হাজার মানুষ রাস্তায় নেমে আসে। কয়েক মাস ধরে লাগাতার বিক্ষোভ চলেছে। মানবাধিকার কর্মীদের দাবি, কয়েক মাস ধরে চলা এই বিক্ষোভে ৪০০ জনেরও বেশি মানুষ মারা গেছেন। এবং ১৮ হাজার জনকে আটক করা হয়েছে।