২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৪:২৮:১৯ পূর্বাহ্ন


জেগে উঠলো চিলির লাসকার আগ্নেয়গিরি
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১১-১২-২০২২
জেগে উঠলো চিলির লাসকার আগ্নেয়গিরি ফাইল ফটো


আচমকাই ঘুম থেকে জেগে উঠলো চিলির লাসকার আগ্নেয়গিরি। শনিবার মাঝরাতে লাসকার আগ্নেয়গিরি থেকে হঠাত্‍ করেই লাভা উদগীরণ শুরু হয়। অগ্ন্যুত্‍পাত-এর ফলে ছাই ছড়িয়ে পড়ে আকাশে। এর সঙ্গেই শুরু হয় ভূমিকম্প।

আন্দিজের লাসকার আগ্নেয়গিরি আকাশে ৬০০০ মিটার (প্রায় ২০০০০ ফুট) উচ্চতায় ছাই ছড়িয়ে পড়ার পরেই দ্রুততার সঙ্গে চিলি কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে।

বিবিসি জানিয়েছে, লাসকার আগ্নেয়গিরি থেকে শনিবার ছোটখাটো ভূমিকম্পের পর অগ্নুত্‍পাত শুরু হয়। আগ্নেয়গিরি থেকে ১২ কিলোমিটারেরও কম দূরে অবস্থিত একটি ছোট শহর তালাব্রের বাসিন্দারা দুপুরের দিকে প্রথম আগ্নেয়গিরি জেগে ওঠার ইঙ্গিত পেয়েছিলেন।

যদিও লাসকার আগ্নেয়গিরি থেকে ছাই এবং গরম গ্যাস মিশ্রিত ধোঁয়া আকাশের বিরাট অংশ ঢেকে গেছে, তবে এখনও পর্যন্ত কোন ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রাথমিক ভাবে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। চলছে কড়া নজরদারি। চিলির ন্যাশনাল জিওলজি অ্যান্ড মাইনিং সার্ভিস (সেরনাজিওমিন)-এর বক্তব্য অনুসারে, বিশেষজ্ঞরা পুরো বিষয়টির ওপর নজর রাখছেন।