২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৪:৫৫:১১ পূর্বাহ্ন


২০২২ সালের নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠীত
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১১-১২-২০২২
২০২২ সালের নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠীত ফাইল ফটো


সুইডেনের রাজধানীতে অনুষ্ঠিত হলো নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সংবাদ সংস্থা জিনহুয়ার খবর অনুসারে শনিবার কনসার্ট হলে এ বছরের বিজয়ীরা তাদের পুরস্কার গ্রহণ করেন।এ বছরের পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ড: অ্যালেইন অ্যাস্পেক্ট (Alain Aspect) জন এফ ক্লসার (John F. Clauser) এবং আন্তন জেইলিঙ্গার (পদার্থবিজ্ঞান); ক্যারোলিন আর.

বার্তোজি (Carolyn R. Bertozzi), কে ব্যারি শার্পলেস (K. Barry Sharpless) এবং মর্টেন মেলডাল (Morten Meldal) (রসায়ন); স্বন্তে পাবো (Svante Paabo) (শরীরবিদ্যা বা চিকিত্‍সাবিদ্যা); অ্যানি এরনাক্স (Annie Ernaux) (সাহিত্য); এবং বেন এস. বার্নান্কে (Ben S. Bernanke), ডগলাস ডব্লিউ ডায়মন্ড (Douglas W. Diamond) এবং ফিলিপ এইচ ডিবভিগ (Philip H. Dybvig) (অর্থনীতি)।

বিজয়ীদের উদ্দেশে কার্ল-হেনরিক হেল্ডিন (Carl-Henrik Heldin) নোবেল ফাউন্ডেশনের বোর্ড চেয়ারম্যান বলেন, পৃথিবী এমন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে যখন শক্তি ও খাদ্য সংকট রয়েছে, জ্বলজ্বলে বৈষম্য, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য এবং জলবায়ু পরিবর্তন ত্বরান্বিত করার জন্য জরুরি ভিত্তিতে সমাধানের ব্যবস্থা করা প্রয়োজন।তিনি আরও বলেন, এই সঙ্কট ও চ্যালেঞ্জগুলির মোকাবিলা করতে গিয়ে বিশ্ববাসীর নিবেদিতপ্রাণ বিজ্ঞানীদের প্রয়োজন, যাঁরা নিরলসভাবে সত্যের সন্ধান করেন এবং আমাদের জ্ঞানের সীমানাকে এগিয়ে নিয়ে যান। কোভিড-১৯ মহামারীর কারণে পূর্ববর্তী দুই বছরের অনুষ্ঠান অনলাইনে অনুষ্ঠিত হওয়ার পরে, এ বছরের অনুষ্ঠানে ২০২০ এবং ২০২১ সালের বিজয়ীরাও উপস্থিত ছিলেন।১৯০১ সাল থেকে প্রতিবছর নোবেল পুরস্কার প্রদান করা হয়ে আসছে। প্রতি বছর অক্টোবর মাসে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।