রাজশাহীতে দেখা নেই সূর্যের। মধ্য রাত হতে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়।
আবাহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের প্রভাবে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ায় মেঘের উপস্থিতি বেড়েছে। সঙ্গে রয়েছে ঘন কুয়াশা। ফলে সূর্যের দেখা মিলছে না। সঙ্গে রয়েছে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির আভাস। দেশের আটটি বিভাগেই বৃষ্টির সম্ভবনা রয়েছে।
রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত সহকারি রহিদুল ইসলাম জানান, রাজশাহীতে দুপুর সাড়ে ১১ টায় সূর্যের তাপমাত্রা ছিলো ১৭ ডিগ্রী সেলসিয়াস। সারাদিন এমন তাপমাত্রা বা কিছুটা বাড়তে পারে। বিকেল ৪ টা পর্যন্ত সূর্যের দেখা না মিলতে পারে বলে জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত ১৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
রাজশাহীর সময় /এএইচ