চুয়াডাঙ্গার দামুড়হুদায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আর তিন জন।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এবং বুধবার (৩০ নভেম্বর) রাতে এ সব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার দর্শনা থানার আকুন্দবাড়িয়া গ্রামের মৃত দাউদ আলীর স্ত্রী নুরজাহান বেগম (৬০) এবং একই উপজেলার জয়রামপুর চৌধুরীপাড়ার বাসিন্দা মোহর আলী।
আহতরা হলেন-পাখিভ্যান চালক বাবলু (৫০), যাত্রী জামেনা খাতুন (৬৫) ও গঞ্জনা বেগম (৮০)।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার লোকনাথপুর ফায়ার সার্ভিসের কাছে মোটরসাইকেল ও পাখিভ্যানের মখোমুখি সংঘর্ষে নুরজাহান বেগম নিহত হন। এ সময় পাখিভ্যান চালকসহ তিন জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে চালক বাবলুর অবস্থা আশঙ্কাজনক।
এদিকে, একই উপজেলার জয়রামপুর চৌধুরীপাড়ায় বুধবার (৩০ নভেম্বর) রাতে সড়ক দুর্ঘটনায় মোহর আলী নামে অপর এক বৃদ্ধের গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার জ্যোতি জানান, হাসপাতালে আসার আগেই নুরজাহান বেগম এবং চিকিৎসাধীন অবস্থায় মোহর আলী মারা যান।