২৯ নভেম্বর ২০২৪, শুক্রবার, ০৭:৪৩:৫৬ পূর্বাহ্ন


বিএনপি নেতা শাহাজাহান খান মারা গেছেন
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৮-১১-২০২২
বিএনপি নেতা শাহাজাহান খান মারা গেছেন বিএনপি নেতা আলহাজ শাহজাহান খান


পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান খান মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

সোমবার (২৮ নভেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

শায়রুল কবির খান জানান, সকালে বিএনপি নেতা শাহজাহান খান মারা গেছেন। তাকে দেখতে হাসপাতালে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শাহজাহান খানের মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

তিনি আরো বলেন,  শাহজাহান খানের নামাজে জানাজা ও দাফন পটুয়াখালী জেলার গলাচিপাতে অনুষ্ঠিত হবে। তবে শিডিউল এখনো চূড়ান্ত হয়নি।

এর আগে গত ৪ নভেম্বর পটুয়াখালী থেকে বরিশালে বিএনপির গণসমাবেশে যাওয়ার পথে হামলার শিকার হন শাহজাহান খান। এ সময় তার সঙ্গে থাকা আরও বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। শাহজাহান খান জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য ছিলেন।