২৯ নভেম্বর ২০২৪, শুক্রবার, ০৮:৫৯:০৯ পূর্বাহ্ন


বরগুনায় অল্পের জন্য রক্ষা পেল অর্ধশত যাত্রী
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২৭-১১-২০২২
বরগুনায় অল্পের জন্য রক্ষা পেল অর্ধশত যাত্রী বরগুনায় অল্পের জন্য রক্ষা পেল অর্ধশত যাত্রী


বরগুনায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পুকুরে পড়ে যায়। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে যান ওই বাসের অর্ধশত যাত্রী।

রোববার (২৭ নভেম্বর) সকালে বরগুনা-নিশানবাড়িয়া সড়কের আমতলী নামক এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বরগুনার নিশানবাড়িয়া থেকে বরগুনা শহরের উদ্দেশে ছেড়ে আসে আবদুল্লাহ পরিবহনের একটি বাস। পথিমধ্যে বাসটি আমতলী পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় বাসের সব যাত্রীকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ বলেন, সৌভাগ্যক্রমে দুর্ঘটনাকবলিত সব যাত্রী সুস্থ আছেন। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।