জয়পুরহাটে ২০ কেজি গাঁজাসহ মাদক দু’জন মাদক কারবারী গ্রেফতার র্যাব-৫।
গতকাল মঙ্গলবার সকালে নওগাঁ জেলার সদর থানাধীন দয়ালের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর একটি আভিযানিক দল। এ সময় ২০ কেজি গাঁজাসহ মোঃ আব্দুল মতিন (২৩) ও মোঃ ফিরোজ হোসেন (২৭) নামের দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এ সময় জব্দ করা হয় গাঁজা বহনকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: নওগাঁ জেলার মহাদেবপুর থানার দক্ষিণ লক্ষিপুর গ্রামের মৃত তায়েজ আলীর ছেলে মোঃ ফিরোজ হোসেন ও মোঃ ইন্তাজ আলীর ছেলে মোঃ আব্দুল মতিন।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় , গ্রেফতার মাদক কারবারীরা দির্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নওগাঁ জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র্যাব।
রাজশাহীর সময় / এম জি