সমাজের বৃত্তশালী অনেকের বাড়ীতে অপ্রয়োজনীয় বস্ত্র যা ব্যবহার না করায় বস্তা বন্দি কিংবা বাক্স বন্দি থাকে। অপর দিকে দরিদ্র শ্রেণির অনেক মানুষের বস্ত্রের অভাবে কষ্টভোগ করেন। সে সব দরিদ্র অসহায় মানুষদের বস্ত্র দিয়ে সহায়তা করার লক্ষে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা সদরে রামপুর বাজারে স্থাপন করা হয়েছে মানবিক দেওয়াল।
স্থানীয় নবদিগন্ত ব্যবসায়ী সমিতি এ মানবিক দেওয়াল স্থাপন করেছে। এখানে বৃত্তিশালীরা তাদের অপ্রয়োজনীয় বস্ত্র রেখে যাবেন এবং দরিদ্র শ্রেণির মানুষ যাদের বস্ত্র প্রয়োজন তারা এখান থেকে বিনামুল্যে পছন্দ অনুযায়ী নিয়ে যাবেন।
গতকাল শনিবার সকালে ঐ ব্যবসায়ী সমিতির আয়োজনে প্রধান অতিথি হিসেবে থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ ফিতা কেটে এ মানবিক দেওয়ালের উদ্বোধন করেন। এ সময় নবাবগঞ্জ কেন্দ্রিয় ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাহাবুর আলম, নবদিগন্ত ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রমজান আলী সহ স্থানীয় সুধিজন ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। মানবতার কল্যানে সমাজের বৃত্তশালীদের বাড়ীতে থাকা অপ্রয়োজনীয় বস্ত্র মানবিক দেওয়ালে প্রদানের জন্য আহ্বান জানান আয়োজকরা।