২৯ নভেম্বর ২০২৪, শুক্রবার, ০৫:৪৭:৩৮ পূর্বাহ্ন


টেকনাফে আত্মসমর্পণ করা মাদক মামলায় দণ্ডিত ১০১ ইয়াবা কারবারি
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৩-১১-২০২২
টেকনাফে আত্মসমর্পণ করা মাদক মামলায় দণ্ডিত ১০১ ইয়াবা কারবারি টেকনাফে আত্মসমর্পণ করা মাদক মামলায় দণ্ডিত ১০১ ইয়াবা কারবারি


কক্সবাজারের টেকনাফে আত্মসমর্পণ করা ১০২ জন আত্মস্বীকৃত ইয়াবা কারবারির বিরুদ্ধে মাদক ও অস্ত্র মামলার রায় ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন।

রায়ে আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় এ মামলা থেকে সবাইকে বেকসুর খালাস দেন আদালত। তবে ইয়াবা মামলায় সবাইকে দেড় বছর করে সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

মামলার এজাহার ও সাক্ষ্যে গরমিল থাকায় আত্মসমর্পণের দিন উপস্থাপন করা বন্দুকের সঙ্গে তাদের সম্পৃক্ততা প্রমাণে ব্যর্থ হয়েছেন মামলার বাদী। রায় ঘোষণাকালে আদালতে উপস্থিত সংশ্লিষ্ট আইনজীবীরা এ তথ্য জানিয়েছেন।