ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বিরোধী অভিযানে প্রায় দুই লাখ টাকা মূল্যের ভারত থেকে অবৈধ পথে আসা ব্লেজার উদ্ধার করেছে।
মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে ব্লেজার গুলো যাচাই-বাছাই শেষে কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্কেল কার্যালয়ে সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, সোমবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদের নেতৃত্বে জেলা শহরের দক্ষিণ পৈরতলা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়।
এসময় তুবা লাইন বাসে তল্লাশি করে মালিকবিহীন তিনটি বড় বস্তা জব্দ করা হয়। বস্তা গুলো খোলে ব্লেজার পাওয়া যায়। পরে দীর্ঘ সময় যাচাই-বাছাই শেষে জানা যায়, ব্লেজার গুলো ভারত থেকে রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ পথে আনা হয়েছে।
মঙ্গলবার সকালে কাস্টমস কর্তৃপক্ষের কাছে তিনটি বস্তায় ৭৫টি ব্লেজার হস্তান্তর করা হয়েছে।