কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের কালিরহাট বাজারের চর বলদিয়া গ্রামে আপন ভাই ও ভাতিজার পিটুনিতে আজিজুল হক (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার (২১ নভেম্বর) সকালে বাড়ির পাশে জমিতে কাজ করার সময় নিহতের বড় ভাই ফজল হক (৬৫) ও তার দুই ছেলে সোহেল (৩৫) ও রতন (২৪) এলোপাতাড়ি কিল-ঘুসি মারার সময় আজিজুল হক মাটিতে লুটিয়ে পড়েন। সেখানেই তার মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে। ঘটনার পর থেকে ফজল হক ও তার দুই ছেলে পলাতক রয়েছে।
বঙ্গসোনাহাট ইউপি চেয়ারম্যান লিটন মিয়া জানান, পারিবারিক সূত্রে জানতে পারি বেশ কয়েকদিন পূর্বে আজিজুল হকের ঘরে রক্ষিত ৩৭ হাজার টাকা চুরি যায়। এ নিয়ে বড় ভাই ফজল হকের বড় ছেলে সোহেল ও তার স্ত্রীকে সন্দেহ করে আসছিলেন তিনি। এ নিয়ে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি চলছিল। ঘটনার দিন সোমবার সকালে অভিযুক্তদের টাকা ফেরত দেওয়ার কথা বলে জমিতে ধান কাটতে কাটতে যান তিনি। এ সময় ফজল হক ও তার দুই ছেলে ক্ষিপ্ত হয়ে জমিতে গিয়ে আজিজুল হকের ওপর চড়াও হয়।
এ ব্যাপারে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।