যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী গ্রাম শালকোনা এলাকার একটি সরিষা ক্ষেত থেকে ২০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
সোমবার (২১ নভেম্বর) দুপুরে শালকোনা এলাকা থেকে এ স্বর্ণের চালান জব্দ করা হয়। তবে এ সময় পাচারকারী কৌশলে পালিয়ে গেছেন।
পলাতক পাচারকারী হলেন, শার্শার শালকোনা গ্রামের আব্দুল আজিজের ছেলে তারিকুল ইসলাম তারেক (৪০)।
যশোর ৪৯-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শালকোনা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় এক ব্যক্তি গোলাপি রঙের ব্যাগ হাতে ভারত সীমান্তের দিকে যাওয়ার সময় তাকে ধাওয়া করা হয়। ওই ব্যক্তি হাতে থাকা ব্যাগ সরিষা ক্ষেতে ফেলে ভারতের দিকে পালিয়ে যান। তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতর থেকে ২০টি স্বর্ণের বার পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য দুই কোটি ১৭ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা।
তিনি আরও জানান, পালিয়ে যাওয়া পাচারকারীকে আটকে বিজিবির একটি স্পেশাল টিম অভিযানে আছে। তার বিরুদ্ধে শার্শা থানায় মামলা হবে। উদ্ধার সোনা ট্রেজারিতে জমা দেওয়া হবে।