২৯ নভেম্বর ২০২৪, শুক্রবার, ০৩:৩০:১৪ পূর্বাহ্ন


বাস-কাভার্ডভ্যান-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৪
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ১৯-১১-২০২২
বাস-কাভার্ডভ্যান-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৪ বাস-কাভার্ডভ্যান-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৪


ভোলা-চরফ্যাশন সড়কের লালমোহন ফরাজী বাজারের উত্তর পাশে যাত্রীবাহী বাস কাভার্ডভ্যানকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। 

এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল বাসের সঙ্গে ধাক্কা লেগে শিশুসহ ৪ জন আহত হয়। আহতদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ফরাজী বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোলা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস 'মায়ের দোয়া' একটি কাভার্ডভ্যানকে ওভারটেক করতে গিয়ে বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় ও গ্লাস ভেঙে যায়। এ সময় বিপরীত দিক থেকে যাওয়া মোটরসাইকেলটি বাসের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। 

মোটরসাইকেলে থাকা ২টি শিশু, ১ নারী ও মোটরসাইকেল আরোহীসহ ৪ জন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

গুরুতর আহত মোটরসাইকেল চালক রুবেল (৪২) ও তার ছেলে হাসানকে (১০) বরিশাল স্থানান্তর করা হয়েছে। তাদের বাড়ি বরিশালের চরবাড়িয়া এলাকায়। সকালে চরফ্যাশন থেকে বরিশালের উদ্দেশ্য রওয়ানা করেছিল তারা।