২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৮:৪৪:৩৫ অপরাহ্ন


ইয়েমেনে ভয়াবহ বিমান হামলা; নিহত ৭৬
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২২-০১-২০২২
ইয়েমেনে ভয়াবহ বিমান হামলা; নিহত ৭৬ ফাইল ফটো


ইয়েমেনের মধ্যাঞ্চলীয় সা’দা প্রদেশ ও পশ্চিমাঞ্চলীয় হুদায়দা শহরে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটে বিমান হামলায় অন্তত ৭৬ জন নিহত ও দেড় শতাধিক আহত হয়েছে।

শুক্রবার সা’দা ও হুদায়দায় দিনভর বোমাবর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

সা’দার একটি কারাগারে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় অন্তত ৭০ জন নিহত এবং ১৩৮ জন আহত হন। ইয়েমেনের জনপ্রিয় হাউছি আন্দোলনের একজন কর্মকর্তা ও ডক্টরস উইদাউট বর্ডারস বা এমএসএফ নামের একটি দাতব্য সংস্থা এ তথ্য জানিয়েছে। অনেকে গুরুতর আহত হওয়ায় নিহত ব্যক্তির সংখ্যা আরো বাড়তে পারে।

সা’দা প্রদেশের আল-জমহুরি হাসপাতালের বরাত দিয়ে আল-মাসিরা টেলিভিশন জানিয়েছে, কারাগারটির ধ্বংসস্তুপের নিচ থেকে ৬২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বাকি আটজন আহত অবস্থায় মারা গেছেন।সা’দার গভর্নর মোহাম্মাদ জাবের আওয়াদ বলেছেন, বহু আন্তর্জাতিক সংস্থা এর আগে এই কারাগারটি পরিদর্শন করেছে।

এদিকে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট গতকাল (শুক্রবার) ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হুদায়দা শহরেও বিমান হামলা চালিয়েছে। শহরের বিভিন্ন আবাসিক লক্ষ্যবস্তুতে চালানো এ হামলায় অন্তত ছয় বেসামরিক ব্যক্তি নিহত ও ১৮ জন আহত হয়েছে।

রাজশাহীর সময় /এএইচ