০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:২৭:২৯ অপরাহ্ন


জয়পুরহাটে ধর্ষণচেষ্টার অভিযোগে একজন গ্রেপ্তার
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ১৬-১১-২০২২
জয়পুরহাটে ধর্ষণচেষ্টার অভিযোগে একজন গ্রেপ্তার ফাইল ফটো


জয়পুরহাট সদর উপজেলার নিশির মোড় এলাকায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে ফেরদৌস হোসেন (৪৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ওই গৃহবধূ।

গ্রেপ্তারকৃত ফেরদৌস হোসেন জয়পুরহাট সদর উপজেলার বেল আমলা গ্রামের মৃত জাবদুলের ছেলে।

এ বিষয়ে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, ঘটনার পর ওই গৃহবধূ থানায় এসে মামলা দায়ের করেন। মামলার পর রাতেই অভিয্ক্তুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।