২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০৬:৩৯:০৮ পূর্বাহ্ন


পত্নীতলায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
শামীম আক্তার চৌধুরী প্রিন্স, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৫-১১-২০২২
পত্নীতলায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন পত্নীতলায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন


“ইন্টারনেটে আসক্তির ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে পত্নীতলায় উপজেলা প্রশাসন এর আয়োজনে, জাতীয়  বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এর পৃষ্ঠপোষকতায় ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’র উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) বর্ণাঢ্য এক র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শহীদুজ্জামান সরকার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রুমানা আফরোজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, সাবেক জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আবুল কালাম আজাদ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সুধীজন প্রমুখ।