বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারদিন নূর পরশকে হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করেছেন অভিভাবক ও সহপাঠীরা।
সোমবার (১৪ নভেম্বর) সকালে বুয়েটের শহীদ মিনারে এক মানববন্ধন থেকে তারা এ দাবি জানান।
ফারদিন হত্যার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও হত্যাকারী গ্রেফতার না হওয়ার ক্ষোভ প্রকাশ করেন তার সহপাঠীরা। তবে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আস্থা রেখে দ্রুত অপরাধী শনাক্ত ও সুষ্ঠু বিচার সম্পন্নের আশাবাদ ব্যক্ত করেন তারা।
বিভিন্ন গণমাধ্যমের খবরের প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা দাবি করেন, পরশকে মাদকের সঙ্গে জড়িয়ে মূল ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে। মানববন্ধনে অংশ নেন ফারদিনের বাবা কাজী নুর উদ্দীনও।
গত ৭ নভেম্বর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয় বুয়েট শিক্ষার্থী ফারদিনের মরদেহ।