নারায়ণগঞ্জের বুড়িগঙ্গা নদী থেকে উদ্বার হওয়া অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছে। ওই মরদেহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কৃষি খামারি দুরন্ত বিপ্লবের।
রোববার (১৩ নভেম্বর) স্বজনরা বিপ্লবের মরদেহ শনাক্ত করেছে। ময়নাতদন্তে মরদেহের বিপ্লবের মরদেহের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
নারায়ণগঞ্জগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. মফিজ উদ্দিন প্রধান জানান, মরদেহের মাথায় ও বুকে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে বুধবার (৯ নভেম্বর) সন্ধ্যায় ফতুল্লার সরকারি তেল ডিপো যমুনা ঘাটের পেছনে বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে নৌপুলিশ।
পরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়।