চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে ঐতিহাসিক ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার (৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলা টিএন্ডটি মাঠ সংলগ্ন উপজেলা বিএনপি ও রহনপুর পৌর বিএনপি'র আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি'র আহ্বায়ক বাইরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন- রহনপুর পৌর বিএনপি'র আহ্বায়ক এনায়েত করিম তোকি, পৌর বিএনপির সদস্য সচিব ইসমাইল হোসেন, যুগ্ম আহ্বায়ক সাদিকুল ইসলাম, বোয়ালিয়া ইউনিয়ন বিএনপি'র আহ্বায়ক সালেহ উদ্দিন বাবলু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আনোয়ার খান প্রমূখ।
সভায় বক্তারা ঐতিহাসিক ৭ই নভেম্বরের চেতনায় দলীয় নেতাদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান।