২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৭:৫৬:২৭ অপরাহ্ন


শেরপুর সীমান্তে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু
অনলাইন ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ০৬-১১-২০২২
শেরপুর সীমান্তে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু শেরপুর সীমান্তে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু


শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় ধানক্ষেত বাচাঁতে গিয়ে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে রবিজল নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাংশা ইউনিয়নের তাওয়াকুচা টিলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ।

ফারুক বলেন, বন্যহাতির হামলার ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে এবং ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড় সংলগ্ন গ্রামগুলোতে বন্যহাতি আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়রা জানায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে একপাল বন্যহাতি গ্রামের ধানক্ষেতে নেমে আসে। এ সময় রবিজলসহ গ্রামবাসীরা তাদের ক্ষেতের উঠতি আমন ধান রক্ষার জন্য মশাল জ্বালিয়ে ও লাঠিসোটা নিয়ে হাতি তাড়াতে যায়। এ সময় হাতির পায়ে পিষ্ট হয়ে রবিজলের মৃত্যু হয়।

নিহতের ভাই রফিকুল ইসলাম বলেন, বন্যহাতি আমার ভাইকে লাথি দিয়ে কাঁদায় ফেলে দেয়। পরে পা দিয়ে পিষে তার মুখ, পা, চোখ ও বুকে আঘাত করলে তিনি জ্ঞান হারান। এ সময় হাতির আক্রমণে দিশেহারা সবাই দৌড়ে নিরাপদ স্থানে চলে আসেন। এর কিছুক্ষণ পর আগুন জ্বালিয়ে লোকজন ধানক্ষেতে গিয়ে ভাইকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক মো. আলামিন জানান, বন্যহাতির আক্রমণে রবিজলের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

তিনি বলেন, ওই কৃষকের পা ভাঙা ছিল, মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল এবং একটি চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।

ঝিনাইগাতী থানার ওসি মনিরুল আলম ভূঁইয়া বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। নিহতের স্বজনদের ইচ্ছের ওপর নির্ভর করবে লাশ ময়নাতদন্ত হবে কি হবে না।