২৫ নভেম্বর ২০২৪, সোমবার, ১১:০০:৫৪ পূর্বাহ্ন


‘হাফ পাশ’-এ সিনেমা দেখার সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা
বিনোদন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ০৫-১১-২০২২
‘হাফ পাশ’-এ সিনেমা দেখার সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা ‘হাফ পাশ’-এ সিনেমা দেখার সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা


গণ পরিবহণে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া দেওয়ার কথা সবার জানা। নতুন খবর হলো এবার তারা ‘হাফ পাসে’ দেখতে পারবেন সিনেমা। আশ্চর্যজনক হলেও এটাই সত্য। মুক্তিপ্রতিক্ষীত ‘বীরকন্যা প্রীতিলতা’ সিনেমাটি হাফ পাশে দেখতে পারবেন শিক্ষার্থীরা। খবরটির সত্যতা নিশ্চিত করেছেন এ ছবির নির্মাতা প্রদীপ ঘোষ।

বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা প্রদীপ ঘোষ। যিনি নির্মাণ করেছেন বিশেষ চলচ্চিত্র ‘বীরকন্যা প্রীতিলতা’।

১৮ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। সেই লক্ষ্যে শুরু হয়েছে এর প্রচারণা। তারই অংশ হিসেবে শিক্ষার্থীদের অর্ধেক দামে সিনেমা দেখার টিকিট পাওয়ার ঘোষণা আসছে। সারাদেশের শিক্ষার্থীদের জন্য ৫০ হাজার টিকিটের ব্যবস্থা করছেন তারা।

এ বিষয়ে নির্মাতা প্রদীপ ঘোষ জানান, ‘যেহেতু এটা ইতিহাস নির্ভর ছবি, আমরা চাই শিক্ষার্থীরাই বেশি দেখুক। কিন্তু পাঁচ-ছয়শ টাকা দিয়ে দেখতে তো ওদের কষ্ট হয়ে যাবে। সেজন্য আমরা হলগুলোর সঙ্গে আলাপ করছি, যেন অর্ধেক দামে শিক্ষার্থীরা টিকিট কিনতে পারে। আমাদের ঘরে অর্থ না আসুক, ছবিটা অন্তত শিক্ষার্থীরা দেখুক।’

৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে ঢাকা মিশন। যেটার আনুষ্ঠানিক সূচনা হবে ইডেন মহিলা কলেজ থেকে। কারণ স্কুল পেরিয়ে প্রীতিলতা ওয়াদ্দেদার এখানেই পড়াশোনা করেছিলেন।

নির্মাতা প্রদীপ ঘোষ জানান, রবিবার (৬ নভেম্বর) সকাল ১১টায় প্রচার কার্যক্রমের উদ্বোধন করবেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন।

প্রদীপ ঘোষ বলেন, ‘প্রীতিলতা ওয়াদ্দেদার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছিলেন ইডেন কলেজ থেকে এবং মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছিলেন। এই কলেজটি বিশাল একটি ইতিহাস ধারণ করে আছে। এখানে আমাদের প্রধানমন্ত্রীও পড়েছেন। এই ঐতিহাসিক কলেজ থেকেই আমরা ঢাকার প্রচারণা শুরু করতে যাচ্ছি। এদিন আমরা ছবির একটি গানও প্রকাশ করবো।