চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে এক কাউন্সিলর এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) বিকেলে ২নং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর শেফালী বেগম সুফিয়া রহনপুর নুনগোলা রেলওয়ে সংলগ্ন সড়কের ধারে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন করেন। "গাছ লাগান পরিবেশ বাঁচান" এ স্লোগানকে সামনে রেখে কাউন্সিলর ও ভিডিপি দলনেত্রী শেফালী বেগম বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এর পাশাপাশি তিনি এলাকার সাধারণ মানুষকে বেশী বেশী করে গাছ লাগাতে উদ্বুদ্ধ করছেন। এসময় ভিডিপি'র অন্যান্য সদস্যবৃন্দ সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।