২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৫:৪৮:২৭ অপরাহ্ন


আড়াইহাজারে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৮-১০-২০২২
আড়াইহাজারে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আড়াইহাজারে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ২


নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে আড়াইহাজারের পাঁচরুখী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরেকজন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, আড়াইহাজারের ঢাকা-সিলেট মহাসড়কে পাঁচরুখী দিঘির পাড় এলাকায় রূপসী বাংলা নামে ঢাকামুখী বাসের সঙ্গে নরসিংদীগামী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় লেগুনায় থাকা সাতজন যাত্রী গুরুতর আহত হন।

ভুলতা ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) ফারুক বলেন, রূপসী বাংলা নামের একটি বাস মহাসড়কে একটি লেগুনাকে আঘাত করে। এ সময় লেগুনার চালকসহ সাতজন আহত হন। ঘটনাস্থলেই এক নারী মারা যান। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন নারী রয়েছেন। অপরজন চালক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।