২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৫:৫১:০৬ অপরাহ্ন


ডিসেম্বর থেকে লোডশেডিং থাকবে না: পিডিবি চেয়ারম্যান
অনলাইন ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ২৮-১০-২০২২
ডিসেম্বর থেকে লোডশেডিং থাকবে না: পিডিবি চেয়ারম্যান ডিসেম্বর থেকে লোডশেডিং থাকবে না: পিডিবি চেয়ারম্যান


বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেছেন, আগামী ডিসেম্বর মাস থেকে দেশে লোডশেডিং থাকবে না।

তিনি বলেন, ডলারের সংকট আছে, সঙ্গে আছে জ্বালানি সংকট। বিদ্যুতের বর্তমান পরিস্থিতি সাময়িক। শীতে বিদ্যুতের চাহিদা কমে আসবে।

কয়লা বিদ্যৎকেন্দ্রও চালু হবে। আমরা আশা করছি আগামী ডিসেম্বর মাস থেকে এমন পরিস্থিতি থাকবে না।

শুক্রবার রাজধানীর রমনায় আইইবি’র তড়িৎকৌশল বিভাগ আয়োজিত পেপার মিট-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

মাহবুবুর রহমান জানান, জ্বালানি সংকটে এক থেকে দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদন হচ্ছে। তবে জ্বালানি সংকট কেটে গেলে বিদ্যুৎ উৎপাদন বাড়বে। আর এখন সন্ধ্যায় বিদ্যুতে চাহিদা বেশি। শিল্পায়নের কারণে ২০৩০ সালের পর দুপুর থেকে বিকাল পর্যন্ত চাহিদা বাড়বে। বিষয়গুলো বিবেচনায় রেখে মাস্টার প্লান নিয়ে কাজ হচ্ছে। সেক্ষেত্রে বড় সমাধান হতে পারে সোলার। এর ফলে ভবিষ্যতে জ্বালানি ঘাটতির কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হবে না।

দেশের মানুষকে বিদ্যুৎ ব্যবহারে আরও সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন তিনি।