২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০১:৫২:২৭ অপরাহ্ন


আগুনে পুড়ে ১৭ দোকান ক্ষতিগ্রস্ত
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৬-০২-২০২২
আগুনে পুড়ে ১৭ দোকান ক্ষতিগ্রস্ত আগুনে পুড়ে ১৭ দোকান ক্ষতিগ্রস্ত


গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়সহ ১৭টি দোকান আগুনে পুড়ে গেছে।

রবিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় উপজেলার রামশীল বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রামশীল বাজারের লেপ তোষকের দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। 

খবর পেয়ে স্থানীয় জনগণের সহযোগিতায় প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় রামশীল ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়সহ ১৭টি দোকান পুড়ে যায়। 

রামশীল ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান শ্যামল কান্তি বিশ্বাস বলেন, ক্ষতিগ্রস্ত অধিকাংশ ব্যবসায়ী বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে লোন নিয়ে ব্যবসা করে আসছেন। অগ্নিকান্ডে এরা সর্বস্বান্ত হয়ে গেল। আমি এদের লোন মওকুফসহ নতুন করে লোন দেওয়ার দাবি জানাচ্ছি। 

কোটালীপাড়া ফায়ার ষ্টেশনের ইনচার্জ নজরুল ইসলাম বলেন, সজীব মোল্লার লেপ তোষকের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। ততক্ষণে স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়সহ ১৭টি দোকান পুড়ে যায়। আমরা পুড়ে যাওয়া দোকানগুলোর ক্ষতির পরিমাণ নির্ণয়ে কাজ করছি।

রাজশাহীর সময় /এএইচ