নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা হতে ১টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুইজনকে আটক করেছে র্যাব-৩।
রোববার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টায় সিদ্ধিরগঞ্জ থানাধীন সিমরাইল মোড় এলাকা হতে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো: নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে মোঃ জাহেদ হাসান (১৮) ও ময়মনসিংহ জেলার গফরগাঁও থানাধীন আঙ্গারী গ্রামের মোঃ তাজুল ইসলামের ছেলে মোঃ আব্দুল মুহাইমিন (১৮)।
সোমবার (২৪ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
তিনি জানান, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সিমরাইল মোড় এলাকায় রোববার রাত সাড়ে ৯টায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা মোঃ জাহেদ হাসান ও মোঃ আব্দুল মুহাইমিনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ হতে ১টি চোরাই মোটরসাইকেল এবং ১টি মোবাইলফোন উদ্ধার করা হয়।
অধিনায়ক আরও জানান, গ্রেফতারকৃত আসামীরা তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। তারা দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ এবং রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গা থেকে মোটরসাইকেল চুরি করে গাড়ির চ্যাসিজ নম্বর, ইঞ্জিন নম্বর পরিবর্তন করে ক্রয়-বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।