২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৩:৪০:১৮ অপরাহ্ন


পুন্ড্রু ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে ফেয়ারওয়েল অ্যান্ড প্রাইজ গিভিং সেরিমোনি অনুষ্ঠিত হয়
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ২২-১০-২০২২
পুন্ড্রু ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে   ফেয়ারওয়েল অ্যান্ড প্রাইজ গিভিং সেরিমোনি অনুষ্ঠিত হয় পুন্ড্রু ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে ফেয়ারওয়েল অ্যান্ড প্রাইজ গিভিং সেরিমোনি অনুষ্ঠিত হয়


পুন্ড্রু ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে এম.এ ১১তম ও ১২তম ব্যাচের বিদায় ও স্প্রিং-২০২২ সেমিস্টারের একাডেমিক পারফরমেন্সের উপর পুরস্কার প্রদান অনুষ্ঠান শুক্রবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মোজাফফর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. আ.ন.ম. রেজাউল করিম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনসার আলী তালুকদার, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মাহমুদ হাসান চৌধুরী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. আলাউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান ড. ইশতিয়াকুল আলম মামদূদ। সর্বমোট ৪৪ জন শিক্ষার্থীকে বই ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে বিদায় জানানো হয়। এছাড়াও স্প্রিং-২০২২ সেমিস্টারে অনার্স প্রোগ্রামে সর্বোচ্চ ফলাফল অর্জন করায় জান্নাতুল নাঈমা, কাজী রাদ রেদওয়ান, মোছা. মরিয়ম আক্তার ও মো. আল আমিনকে ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি মার্স্টাস প্রোগ্রামে প্রতিব্যাচে প্রথম স্থান অর্জনকারীদের পুরস্কার প্রদান করা হয়; পুরস্কার প্রাপ্তরা হলেন মো. আজিজার রহমান, মো. সেলিম মিল্লাত, তাসরীন আক্তার, মো. জিল্লুর রহমান, মো. শাহীন মিয়া ওহালিমাতুস সাদিয়া। এছাড়াও ক্লাসে সর্বোচ্চ উপস্থিতির ভিত্তিতে উভয় প্রোগ্রামের ৯ জনকে পুরস্কৃত করা হয়। পুরস্কার প্রাপ্তরা হলেন, নিলুফার ইয়াসমিন, মোছা. নারগিস আক্তার, মো. শাহীনুর রহমান, মো. জাকির হোসাইন, গোলাম রব্বানী, কাজী রাদ রেদওয়ান, সীমা খাতুন, মো. শামীম সরকার ও জান্নাতুল নাঈমা। বিভাগ কর্তৃক আয়োজিত আন্তঃকক্ষ বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ও রানার্স আপ দলকে এ অনুষ্ঠানে পুরস্কৃত করাহয়। বিজয়ী দলের সদস্যরা হলেন- আয়শা সিদ্দিকা, মোছা. মরিয়ম আক্তার ও মো. কামরুল হাসান কবির। আর রানাসর্ আপ দলে ছিলেন- মো. হারুন অর রশিদ, মো. আল আমিন ও মোছা. লুনা আক্তার। ইসলামিক স্টাডিজ বিভাগ কর্তৃক আয়োজিত রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সার্টিফিকেট ও এদিন প্রদান করা হয়। প্রধান অতিথি প্রফেসর ড. মো. মোজাফফর হোসেন তার বক্তব্যে বিজয়ীদের অভিনন্দন জানান। ইসলামিক স্টাডিজ এ মাস্টার্স ডিগ্রী অর্জন অন্য বিষয়ে ডিগ্রী অর্জনের চেয়ে ভিন্ন, কারণ এ বিভাগের শিক্ষার্থীরা শুধুমাত্র একটি বিষয়ে নয় বরং একটি জীবনব্যবস্থা সম্পর্কে জ্ঞান অর্জনের সুযোগ পায়; এমন মন্তব্য করে প্রধান অতিথি বিদায়ী শিক্ষার্থীদের স্বতন্ত্র বৈশিষ্ট্য অর্জনের আহ্বান জানান। তিনি সুন্দর একটি আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের বিদায় জানানোই ইসলামিক স্টাডিজ বিভাগে ধন্যবাদ জানান এবং বিভাগের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিভাগের সহকারী অধ্যাপক ড. ইমতিয়াযুল আলম মাহফুয। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিভাগের প্রভাষক জনাব সাব্বির হাসান ও জনাব জান্নাতুল ফেরদাউস। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে বিভাগের পক্ষ থেকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে বরণকরে নেওয়া হয়। বিদায়ী ১১তম ব্যাচ স্মৃতি স্মারক হিসেবেই সলামিক স্টাডিজ বিভাগকে ক্রেস্ট প্রদান করেন এবং ১২তম ব্যাচ হাদীসের একসেট বই প্রদান করেন।