বলিউডে পার করে ফেললেন আলিয়া ভাট । ২০১২ সালে আজকের দিনেই মুক্তি পেয়েছিল তাঁর প্রথম ছবি করণ জোহর পরিচালিত ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’। সেখান থেকে শুরু করে আজকের ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা’, প্রতিটি ছবিতেই নিজের আলাদা ছাপ রেখে গেছেন মহেশ-কন্যা। একসময় জেনারেল নলেজ নিয়ে যেমন কটাক্ষের শিকার হয়েছিলেন, তেমনই অভিনয় দিয়ে মুখ বন্ধ করে দিয়েছেন সমালোচকদের।
এই দশ বছরে বলিউডে কেউ যদি নিজেকে সবথেকে বেশি উন্নতির শিখরে নিয়ে গিয়ে থাকেন, তবে তাঁর নাম আলিয়া ভাট। এমনটাই বলেন অভিনেতার অগণিত অনুরাগী। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এ প্রায় শো-পিস করে রাখা হয়েছিল আলিয়াকে, এমনটাই বলেছিলেন সমালোচকরা। তবে তিনি যে বলিউডে শো-পিস হয়ে থাকতে আসেননি, তা পরিষ্কার করে দিয়েছিলেন নিজের দ্বিতীয় ছবি ‘হাইওয়ে’-তেই। এরপর একে একে ‘উড়তা পাঞ্জাব’, ‘রাজি’র মতো ছবি যেমন করেছেন, তেমনই দেখা গিয়েছে ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’, ‘কাপুর অ্যান্ড সন্স’-এর মতো ছবিতেও।
অকালমৃত স্মিতার শেষ না করা ছবিতে কণ্ঠ দিলেন রেখা, চলচ্চিত্রে ইতিহাস! কোন সে ছবি
তবে এই দশ বছরের কেরিয়ারে আলিয়ার অভিনয় স্বত্ত্বা সবথেকে বেশি যেই পাঁচটি ছবিতে ফুটে উঠেছে, আজ সেগুলি নিয়েই আলোচনা হওয়া প্রয়োজন।