০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:২৬:০১ অপরাহ্ন


জয়পুরহাটে গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার ১
জয়পুরহাট প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৬-০২-২০২২
জয়পুরহাটে গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার ১ জয়পুরহাটে গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার ১


জয়পুরহাটে ৩ কেজি গাঁজাসহ মোঃ আনিরুল ইসলাম (২৯) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব ৫, সিপিসি-৩।

রোববার (৬ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৫টায় জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন চেচড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন চেচড়া গ্রামের মোঃ আব্দুল আজিতের ছেলে মোঃ আনিরুল ইসলাম। 

 প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে অভিনব কায়দায় জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল। 

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

রাজশাহীর সময় /এএইচ