২৫ নভেম্বর ২০২৪, সোমবার, ০৬:৩২:০৮ পূর্বাহ্ন


ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গাইবেন কবীর সুমন
তামান্না হাবিব নিশু :
  • আপডেট করা হয়েছে : ১৪-১০-২০২২
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গাইবেন কবীর সুমন ফাইল ফটো


ভারতীয় সংগীত শিল্পী কবীর সুমন গান গাইবেন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের অডিটোরিয়ামে। আয়োজক প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে অনুষ্ঠানের অনুমতির বিষয়ে এমনই তথ্য জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে ডিএমপির অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার (ক্রাইম) বলেন, কবীর সুমনের গান গাওয়া নিয়ে আমাদের কোনও আপত্তি নেই। জাতীয় জাদুঘর একটি কেপিআইভুক্ত এলাকা। যেহেতু কবীর সুমনের অনেক শ্রোতা রয়েছে সে কারণে বাড়তি দর্শকের চাপ থাকার সম্ভাবনা রয়েছে, তাই জাদুঘরে অনুষ্ঠানটির অনুমতি দেওয়া হয়নি।

নতুন ভেন্যু হিসেবে আয়োজক প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠানটি আয়োজন করার জন্য আমাদের কাছে অনুমতি চেয়েছে। সেখানে অনুষ্ঠানটি আয়োজন করার জন্য অনুমতি দেওয়া হবে বলে জানান ডিএমপির এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

উল্লেখ্য, রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে ১৫ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত গানের অনুষ্ঠানের তারিখ ঘোষণা করেছিলো আয়োজক প্রতিষ্ঠান পিপহোলের কর্মকর্তারা। এতে ভারতীয় সঙ্গীত শিল্পী কবির সুমনের গান গাওয়ার কথা ছিল। সে অনুযায়ী অনুষ্ঠানের অনুমতি চাওয়া হয়েছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কাছে।