জয়পুরহাটে ১২ বৎসরের নাবালিকা কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইছাহাক আলী (৫৫) কে গ্রেপ্তার করেছেন র্যাব। শনিবার (৫ ফ্রেব্রুয়ারি) ভোর ৫টার দিকে ক্ষেতলাল উপজেলার শিশি নাজির পাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত ইছাহক আলী হলেন ক্ষেতলাল উপজেলার তিলাবদুল মধ্যেপাড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।
র্যাব-৫ জয়পুরহাট কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ জানান, গত ১ ফ্রেরুয়ারি দুপুরে ক্ষেতলাল উপজেলার তিলাবদুল মধ্যপাড়া গ্রামের ১২ বৎসরের মাদ্রাসার ছাত্রীর তার প্রতিবেশী ইছাহাক আলীর বাড়িতে গেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে ইছাহাক জোরপূর্বক মেয়েটিকে ধর্ষণ করে পালিয়ে যায়। আহত মেয়েটি চিৎকার করলে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার ভোর ৫টার দিকে তার এক আত্মীয়র বাড়ি থেকে তাকে গ্রেফতার হয়।
রাজশাহীর সময় / এম জি