নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাসচাপায় একটি সিএনজিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।
বুধবার (১২ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাল্লা এলাকায় ঢাকা- সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে; তিনি হলেন- আড়াইহাজারের সফর আলী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী নাফিজ।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, হাইওয়ে পুলিশ দুজনের মরদেহ উদ্ধার করেছে। পরে রূপগঞ্জের ভুলতা ফাঁড়ি পুলিশ এসে মরদেহ নিয়ে যায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, নারায়ণগঞ্জ থেকে বাঁধন পরিবহনের একটি বাস নরসিংদীর দিকে যাচ্ছিল। পথে বাসটি ঢাকা-সিলেট মহাসড়কের পাল্লা এলাকায় বিপরীতমুখী একটি অটোরিকশাকে চাপা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে দুই যাত্রী নিহত হন। এ দুর্ঘটনায় আহত চারজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।
নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।