২২ নভেম্বর ২০২৪, শুক্রবার, ০৩:৪৮:০১ অপরাহ্ন


মিশরের ৩ হাজার বছরের পুরনো শহর
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৪-০২-২০২২
মিশরের ৩ হাজার বছরের পুরনো শহর মিশরের ৩ হাজার বছরের পুরনো শহর


মিশরে তিন হাজার বছরের একটি পুরানো শহরের সন্ধান পেয়েছেন প্রত্নতত্ত্ববিদরা, যা বালির নিচে চাপা পড়েছিল। খবর বিবিসি।

সাম্প্রতিক মিশরবিদ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর মধ্যে একটি হিসেবে গণ্য করা হয় অ্যাটেন নামের এই শহরটিকে।

শহরটি আবিষ্কারের পর বিশেষজ্ঞরা একটু বিস্মিতই হয়েছিলেন।

তবে তারা আশা করছেন, এ বিষয়ে আরও অনুসন্ধান করলে মিশরের সবচেয়ে শক্তিশালী রাজা তৃতীয় অ্যামেনহোটেপ ফারাও এর রাজত্বকাল ও তার জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ অনেক কিছু জানা যাবে।

মিশরীয় সভ্যতা বিশ্বের অন্যতম প্রাচীন। নীল নদের নিম্নভূমি অঞ্চলে এই সভ্যতা গড়ে ওঠে।

খ্রিস্টপূর্ব ৩১৫০ অব্দ নাগাদ প্রথম ফারাওয়ের অধীনে উচ্চ ও নিম্ন মিশরের রাজনৈতিক একীকরণের মাধ্যমে এই সভ্যতা এক সুসংহত রূপ লাভ করে।

রাজশাহীর সময় /এএইচ