‘নাগরিক অধিকার সুরক্ষায় ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন’শীর্ষক প্রতিপদ্যে দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (৬ অক্টোম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা কনফারেন্স কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন।
এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জুরায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মোঃ আব্দুল কুদ্দুস, ইউপি চেয়ারম্যান মানিক রতন, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ছামেদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এনামুল হক, পৌর কাউন্সিলর হারান দত্ত, উপজেলা প্রোগ্রামার তসলিমা খাতুন প্রমুখ।
এতে বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, ইউপি সচিব, হিসাব সহকারীকাম কম্পিউটার অপারেটরসহ উপজেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।