২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০১:৩৩:৪৬ অপরাহ্ন


রাজধানীতে লরির চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ০৪-০২-২০২২
রাজধানীতে লরির চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু রাজধানীতে লরির চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু


রাজধানীর রামপুরার বনশ্রীতে তেলের লরির চাকায় পিষ্ট হয়ে মো. আবু নাসের (৩৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

তিনি নোয়াখালীর সোনাইমুড়ীর মানিকনগর ঈদগা মাঠ এলাকার মো. আবু তাহেরের ছেলে এবং রামপুরার চিটাগাং বুল হোটেলের ম্যানেজার ছিলেন।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে বনশ্রীর ফরাজী হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

রামপুরা থানার পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মো. শাহরিয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল আরোহী ওই হাসপাতালের সামনে দিয়ে যাওয়ার পথে একটি তেলবাহী লরি তাকে ধাক্কা দেয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে লরির চাকায় মাথা পিষ্ট হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় তেলবাহী লরি জব্দ করা হয়েছে। চালক ও হেলপারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

রাজশাহীর সময় / এম জি