হিন্দি বা পঞ্জাবি ভাষা তাঁর কাছে জলবৎ তরলং! যত সমস্যা ইংরেজিতে। আন্তর্জাতিক স্তরের ফ্যাশন শো-তে অংশ নিতে গিয়ে ঠিক এই সমস্যাতেই ফাঁসলেন পঞ্জাবি গায়ক-নায়ক দিলজিৎ দোসাঞ্জ। এই বিপদ থেকে উদ্ধার পেতে গায়ক কী করেছেন জানেন? তিনি শরণ নিয়েছেন শাকিরার! সোজা সুন্দরী গায়িকার কাছে আত্মসমর্পণ করেছেন। বলেছেন, “আমি একেবারেই ইংরেজি জানি না। আমায় সাহায্য করবেন?”
এমনিতেই যে কোনও অনুষ্ঠানের চূড়ান্ত মুহূর্তে নানা ঘটনা ঘটে। এই বিশেষ অনুষ্ঠানেও তেমনটাই ঘটেছিল। সকলে নিজের পোশাক, রূপটান, গয়না নিয়ে পোশাক পরিকল্পকদের সঙ্গে ব্যস্ত। সেই মজার মুহূর্ত ভিডিয়ো করে দেখানোও হচ্ছিল সমাজমাধ্যমে। হঠাৎ, অনুষ্ঠানের সঞ্চালিকার চোখ চলে যায় পঞ্জাবি গায়কের দিকে। তিনি নিজের সাজ নিয়ে নয়, মুঠোফোন নিয়ে ব্যস্ত। ঝুঁকে পড়ে মুঠোফোনের পর্দায় কী যেন দেখছেন!
তাঁর দিকে ক্যামেরা তাক করতেই দিলজিৎ সঙ্গে সঙ্গে মুঠোফোন দেখিয়ে বলেন, “আমি ইংরেজিতে কথা বলতে পারি না! এ দিকে সাক্ষাৎকার ইংরেজিতেই দিতে হবে। তাই শেখার চেষ্টা করছি।” পাশে দাঁড়িয়ে থাকা শাকিরা সেই কথা শুনে হেসে ফেলেন। বাকিরাও সাজ ফেলে ঘিরে ধরেন দোসাঞ্জকে। আড্ডা দিতে দিতেই শাকিরার সঙ্গে ছবি তুলতে দেখা গিয়েছে দিলজিৎকে।