১২ অক্টোবর ২০২৫, রবিবার, ০৬:৩১:৫১ পূর্বাহ্ন


খালেদা জিয়া দেশে ফিরেছেন, বিমানবন্দর ঘিরে জনসমুদ্র
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ০৬-০৫-২০২৫
খালেদা জিয়া দেশে ফিরেছেন, বিমানবন্দর ঘিরে জনসমুদ্র খালেদা জিয়া দেশে ফিরেছেন, বিমানবন্দর ঘিরে জনসমুদ্র


চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তাকে স্বাগত জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিমানবন্দরে জড়ো হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে বাড়তে থাকে উপচে পড়া ভিড়।  আজ সকাল পৌনে ১১টার দিকে কাতারের একটি বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সে দেশে ফিরেছেন খালেদা জিয়া।

উৎসুক জনতার চাপে বিমানবন্দর সড়কটি সরু হয়ে এসেছে, ব্যাহত হচ্ছে স্বাভাবিক যান চলাচল। সকাল সাড়ে ৯টা থেকে এই সড়কে যান চলাচলে ধীরগতি দেখা যায়।

নেত্রীকে স্বাগত জানাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশের সড়কগুলোতে অবস্থান নেন দলীয় নেতাকর্মীসহ উৎসুক জনতা। শুধু রাজধানী নয়; গাজীপুর, নরসিংদী, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা নেত্রীকে স্বাগত জানাতে এখানে জড়ো হন।

দলীয় ব্যানারের পাশাপাশি তারা দলীয় প্রতীক সংবলিত পতাকা ও মাথায় ব্যান্ড লাগিয়ে সড়কে অবস্থান নেন। অনেককে ট্রাকে চড়ে মাইকে বিভিন্ন দলীয় স্লোগান দিতেও দেখা যায়।  

বিমানবন্দর সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যের পাশাপাশি সেনা সদস্যদের কাজ করতে দেখা গেছে। সড়কের ওপর থেকে উৎসুক জনতাকে সরিয়ে রাস্তার পাশে এক লেনে সারিবদ্ধভাবে দাঁড় হতে পরামর্শ দিচ্ছেন।

সড়কে কেউ উঠলেই দ্রুত তাকে সরিয়ে দিচ্ছেন। এ ছাড়া কোনো যানবাহন যেন সড়কে দাঁড়িয়ে না থাকে সে বিষয়ে নজরদারি করছেন।