কেরিয়ারের শুরুতে চূড়ান্ত সফল হওয়ার পরেও এক সময় প্রচারের আলো থেকে দূরে সরে যান বলি অভিনেত্রী আমিশা পাটেল। বলিউড তারকারা অনেক সময়ই প্রথাগত পড়াশোনা ছেড়ে অভিনয় জগতে পা রাখেন। তিনি আমিশার ক্ষেত্রে তা হয়নি। পড়াশোনা শেষ করে। তবে বিনোদন জগতে প্রবেশ করেন তিনি।
সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে আমিশা পাটেলের একটি সাক্ষাৎকারের ভিডিও। যে ভিডিওতে স্পষ্ট সালমানের প্রতি ভালবাসা উজাড় করেছেন আমিশা। তাঁর কথায়, সালমান এরকমই থাকুক। বিয়ে করতে হবে না। এটাতেই সালমানকে বেশ ভাল লাগে। আমিশার এই কথার সূত্র ধরেই 'ভাইজান'-এর অনুরাগীরা চাইছেন দুই 'সিঙ্গল' তারকা যদি এক হন, তাহলে দু'জনেই প্রেম খুঁজে পাবেন।
কিন্তু এই জল্পনাকে একেবারে সরিয়ে বিয়ে প্রসঙ্গে নিজেই মুখ খোলেন আমিশা। ৪৯ বছর বয়সেও কেন তিনি বিয়ের পিঁড়িতে বসেননি, তা নিয়ে খোলসা করলেন অভিনেত্রী। তিনি জানান, কেরিয়ারের মধ্যগগনে হৃতিকের বিয়ে দেখেছেন। আবার সেই বিয়ে ভাঙতেও দেখেছেন। সঞ্জয় দত্তর বিচ্ছিন্ন প্রেম জীবন থেকে সুন্দর দাম্পত্যের সাক্ষী হয়েছেন। তাই বিবাহিত জীবনের এত ওঠা-পড়ার মাঝে নিজেকে জড়ানোর সাহস পাননি আমিশা। তাই আজও 'সিঙ্গল' তকমা বয়ে বেড়াচ্ছেন অভিনেত্রী।
প্রসঙ্গত, অনেক বছর অভিনয় জগৎ থেকে দূরে থাকলেও 'গদর ২'-এর মাধ্যমে ফেরেন তিনি। বয়স কিছুদিন আগে নেটপাড়ায় ছড়িয়েছিল এবার নাকি মা হবেন আমিশা! সেই হময় প্রকাশ্যে আসে সবুজ মনোকিনি পরে অভিনেত্রীর একটি ছবি। যেখানে স্পষ্ট হয় তাঁর স্ফীতোদর। এই ছবি দেখেই কৌতূহল তৈরি হয়েছে নেটিজেনদের মনে। নানা প্রশ্ন উঠে এলেও মুখ খোলেননি আমিশা।