১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ১০:০৯:০২ পূর্বাহ্ন


আলমের পঞ্চম স্ত্রীকে প্রকাশ্যে আনবেন রিয়ামনি
বিনোদন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২৭-০৪-২০২৫
আলমের পঞ্চম স্ত্রীকে প্রকাশ্যে আনবেন রিয়ামনি ছবি-সংগৃহীত


আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম তার দ্বিতীয় স্ত্রী রিয়ামনিকে সম্প্রতি তালাক দিয়েছেন। তালাকের পর এবার রিয়ামনি ঘোষণা দিয়েছেন হিরো আলমের পঞ্চম স্ত্রীকে প্রকাশ্যে আনার।

রোববার (২৭ এপ্রিল) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুকে এ ঘোষণা দেন রিয়ামনি। একটি স্ট্যাটাসে তিনি জানান, আজ রাতেই হিরো আলমের পঞ্চম স্ত্রীকে নিয়ে একটি সংবাদ সম্মেলনে অংশ নেবেন।  

রিয়ামনির ভাষায়, ‘হিরো আলমের পঞ্চম বউকে নিয়ে আজ রাত ৮টায় রামপুরার বেটার লাইফ হাসপাতালের পাশে উঠান রেস্টুরেন্টের রুফটপে সংবাদ সম্মেলন করা হবে। সাংবাদিক ভাইবোনরা আমন্ত্রিত।’

এদিকে হিরো আলম দুই সপ্তাহ আগে সংবাদ সম্মেলনে কোরআন হাতে নিয়ে জানান, তার জীবনে কোনো নারীঘটিত বিষয় নেই। ২০১০ সালে সাদিয়া বেগম সুমিকে বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হলে ভালোবেসে রিয়ামনির সঙ্গে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন হিরো।    

প্রসঙ্গত, পিতার মৃত্যুশয্যায় পাশে না থাকার কারণে স্ত্রী রিয়ামনির সঙ্গে দূরত্ব তৈরি হয় হিরো আলমের। যে জেরের বশেই রিয়ামনিকে তালাক দেন আলোচিত এ কনটেন্ট ক্রিয়েটর।