১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ০৫:৩৮:০৪ পূর্বাহ্ন


স্বামীর পরকীয়ায় জেরে স্ত্রী শ্বাসরোধে হত্যা
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২৭-০৪-২০২৫
স্বামীর পরকীয়ায় জেরে স্ত্রী শ্বাসরোধে হত্যা স্বামীর পরকীয়ায় জেরে স্ত্রী শ্বাসরোধে হত্যা


সিরাজগঞ্জের শাহজাদপুরে পরকীয়া প্রেমের জেরে হাসি খাতুন (২৩) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী জাকারিয়া হোসেনের বিরুদ্ধে। 

রোববার (২৭ এপ্রিল) সকালে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ 

নিহত হাসি খাতুন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ব সাতবাড়িয়া গ্রামের আবু সাঈদ ফকিরের মেয়ে এবং কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল সরকার পাড়ার বাসিন্দা জাকারিয়া হোসেনের স্ত্রী। ৩ বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। এই দম্পতির একটি ছেলে সন্তান রয়েছে।

হাসির পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ চলছিল। স্বামী জাকারিয়ার সঙ্গে প্রতিবেশী এক নারীর পরকীয়ার সম্পর্কের কথা জানতেন হাসি। এ নিয়েই তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

এ মনোমালিন্য থেকেই শনিবার (২৬ এপ্রিল) রাতে শ্বাসরোধ করে হত্যার পর পরিবারের লোকজনকে জানানো হয় হাসি স্ট্রোক করে মারা গেছে। পরে নিহত হাসির পরিবারের লোকজন আসলে গলায় আঘাতের চিহ্ন দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

শাহজাদপুর থানার এসআই মো. হারিছুর রহমান বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। অভিযুক্ত জাকারিয়া ও তার পরিবারের সদস্যরা ঘটনার পর থেকে পলাতক রয়েছে।’