১২ অক্টোবর ২০২৫, রবিবার, ০৬:৩১:৩৭ পূর্বাহ্ন


শব্দকথা - আব্দুল্লাহ হিল কাফি
আব্দুল্লাহ হিল কাফি:
  • আপডেট করা হয়েছে : ১৬-০৪-২০২৫
শব্দকথা - আব্দুল্লাহ হিল কাফি শব্দকথা - আব্দুল্লাহ হিল কাফি


শব্দকথা -

                    আব্দুল্লাহ হিল কাফি

শব্দ সত্য,শব্দ মিথ্যা,

শব্দে-শব্দে যুদ্ধ হয়।

শব্দ ভালো,শব্দ খারাপ,

শব্দ সে তো যুদ্ধময়। 

শব্দ শান্তি,শব্দ বিভ্রাট,

শব্দ সে তো অস্ত্রময়।

শব্দ কোথাও জব্দ হলে,

শব্দ সে তো বোমাময় । 

শব্দ কোথাও বাণী হলে,

শব্দ সে তো যুক্তিময়। 

শব্দ কোথাও শান্তি হলে,

শব্দ সে তো চুক্তিময়। 

শব্দ কোথাও প্রেম হলে,

শব্দ সে তো অমৃতময়। 

শব্দ কোথাও বিরহ হলে,

শব্দ সে তো ছলনাময়। 

শব্দ কোথাও পক্ষ হলে,

বিপরীতে শত্রুময়। 

শব্দ কোথাও ধন্য হলে,

শব্দ সে তো পূণ্যময়। 

শব্দ দূর্বলের শক্তি হলে, 

শব্দ দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়। 

শব্দ জ্ঞানের ভক্তি হলে,

শব্দ সে তো সাহিত্যময়।