১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ০৭:৪২:১১ পূর্বাহ্ন


সালমান-ইউলিয়ার প্রেমের চর্চা তুঙ্গে
তামান্না হাবিব নিশু:
  • আপডেট করা হয়েছে : ০৯-০৪-২০২৫
সালমান-ইউলিয়ার প্রেমের চর্চা তুঙ্গে সালমান-ইউলিয়ার প্রেমের চর্চা তুঙ্গে


সালমান খান অভিনীত ‘সিকান্দার ছবিতে গান গেয়েছেন তাঁর চর্চিত প্রেমিকা ইউলিয়া ভানতুর। যদিও ছবি বক্স অফিসে লাভের মুখ দেখেনি। মুক্তির দু’দিনের মাথায় সালমানের এই ছবির একাধিক শো বাতিল হয়। কারণ প্রেক্ষাগৃহ প্রায় শূন্য। যদিও ইউলিয়া গিয়েছিলেন সালমানের ছবি দেখতে। তিনি জানান, ছবি দেখে কেঁদেই ফেলেছিলেন তিনি। ইউলিয়ার কথায়, ‘‘এই ছবি দেখে কেঁদেছি, হেসেছি, আনন্দ পেয়েছি। যদিও কান্নাটাই বেশি।” একই ভাবে ইউলিয়াকে মানসিক জোর দেন সালমান।

রোমানিয়ার গায়িকা-অভিনেত্রী ইউলিয়া সে দেশের এক অনুষ্ঠানের সঞ্চালিকা হিসাবে তুমুল জনপ্রিয়। এ দেশে গুরু রণধাওয়ার সঙ্গে তাঁর মিউজ়িক ভিডিয়ো ‘ম্যাঁয় চলা’ও তাঁকে পৌঁছে দিয়েছে খ্যাতির আলোয়। সেই ভিডিয়োয় কাজ করেছেন সালমানও। এই ভিডিও ঘিরেই সালমান-ইউলিয়ার প্রেমের চর্চা তুঙ্গে।

বিভিন্ন সময়ে তাঁদের জুটিতে দেখা গিয়েছে যাতে গুঞ্জন হয়েছে আরও জোরালো। যদিও বারবারই সে কথা অস্বীকার করে এসেছেন দু’জনেই। ইউলিয়া বিভিন্ন সময় বার বার জানান, সলমনের ছায়া থেকে এ বার বেরিয়ে আসতে চান তিনি। যদিও ধীরে ধীরে উল্টোটাই হচ্ছে। তাঁরা যেন একে অপরের ভরসার জায়গা হয়ে উঠছেন। সলমনের এই ছবিতে ‘লগ জা গলে’ গানটি গেয়েছে ইউলিয়া। তার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন সালমানকে। কারণ সালমান সে সময় ভরসা রেখেছিলেন তাঁর উপর, যখন অন্য কেউ ভরসা করেননি তাঁকে। ইউলিয়ার কথায়,‘‘সবার জীবনে এমন একজন থাকা দরকার যে তোমাকে বিশ্বাস করবে। সে এমন একজন ব্যক্তি যে আমার কণ্ঠস্বর এবং আমার প্রতিভার উপর বিশ্বাস করেছে। সালমানের জীবনে রয়েছেন ইউলিয়া। তবে কি এ বার আরও এক ধাপ এগিয়ে যাবেন তাঁরা?