১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ১০:১০:৫৫ পূর্বাহ্ন


শামীম হাসান কাকে বিয়ে করলেন ? জানা গেল স্ত্রীর পরিচয়
তামান্না হাবিব নিশু:
  • আপডেট করা হয়েছে : ০৫-০৪-২০২৫
শামীম হাসান কাকে বিয়ে করলেন ? জানা গেল স্ত্রীর পরিচয় শামীম হাসান কাকে বিয়ে করলেন ? জানা গেল স্ত্রীর পরিচয়


ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকারের প্রেম ও বিয়ে নিয়ে গুঞ্জন আগেও কম ছিল না। অভিনেত্রী অহনা রহমানের সঙ্গে তার সম্পর্কের জল্পনা বেশ কয়েকবার শোনা গিয়েছিল। ফেসবুকে তাকে ট্যাগ করে বিবাহের হলফনামাও প্রকাশিত হয়েছিল। আবার অভিনেত্রী তানিয়া বৃষ্টির সঙ্গে বিয়ের পোশাকে শামীমের কিছু ছবি ভাইরাল হওয়ার পর, ভক্তদের মনে সন্দেহ তৈরি হয়েছিল—আসলে অহনার পর তানিয়ার সঙ্গে সম্পর্কের কথাই সত্যি কি না।

পরে শামীম নিজেই এসব গুঞ্জনের ব্যাখ্যা দেন এবং জানান, এসব ছিল মজার উদ্দেশ্যে এবং বিয়ের পোস্টগুলো ছিল ভুয়া, কিংবা ছবিগুলো নাটকের দৃশ্য থেকে নেওয়া। তবুও অনুরাগীদের মধ্যে ধোঁয়াশা রয়ে যায়—শেষমেশ কার সঙ্গে সম্পর্কে আছেন শামীম? 

তবে এবার সত্যিই বিয়ের সংবাদ দিলেন অভিনেতা। শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে বিয়ের সংবাদ জানান শামীম হাসান সরকার। স্ত্রীর সঙ্গে ছবি দিয়ে প্রোফাইল ছবি পরিবর্তন করেছেন তিনি।

সেই পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ কবুল। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।’

এরপর পরিবারের সদস্যদের সঙ্গে তোলা ছবি কাভার ফটো হিসেবে পোস্ট করেছেন এই অভিনেতা। 

শামীম হাসান সরকারের স্ত্রীর প্রোফাইল পর্যালোচনা করে দেখা যায়, তিনি ফরিদপুরের মেয়ে আফসানা প্রীতি।

পড়াশোনা করছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। প্রোফাইল পিকচারে বর্তমানে তার বিয়ের ছবিটি রয়েছে। তবে এ ছাড়া বিস্তারিত কিছু এখনো জানা যায়নি তার সম্পর্কে।

বিয়ে ও স্ত্রী নিয়ে আপাতত বেশি কিছু বলতে নারাজ শামীম হাসান সরকার। অভিনেতা জানান, সময় নিয়ে বিস্তারিত বলবেন।

নতুন জীবনের জন্য সবার দোয়াও চান তিনি।