১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ১০:১৯:০৯ পূর্বাহ্ন


আলিয়া নন, অগ্নিসাক্ষী রেখে রণবীরের বিয়ে হয় অন্য নারীর সঙ্গে!
তামান্না হাবিব নিশু:
  • আপডেট করা হয়েছে : ২১-০৩-২০২৫
আলিয়া নন, অগ্নিসাক্ষী রেখে রণবীরের বিয়ে হয় অন্য নারীর সঙ্গে! ছবি: সংগৃহীত


এক সময় বলিউডে ‘ক্যাসানোভা’ তকমা পেয়েছিলেন রণবীর কাপূর। বি-টাউনের একাধিক প্রথম সারির অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। অভিনয়ের পাশাপাশি বার বার প্রেমের সম্পর্কের কারণে শিরোনামে এসেছেন তিনি।

যদিও ২০২২ সালে অভিনেত্রী আলিয়া ভট্টের সঙ্গে বিয়ে সারেন রণবীর। তার মাস কয়েকের মধ্যে তাঁদের জীবনে আসে কন্যা রাহা। এখন স্ত্রী ও কন্যাকে নিয়ে ঘোরতর সংসারী রণবীর। যদিও আলিয়াই কিন্তু রণবীরের প্রথম স্ত্রী নন। আলিয়ার আগে আর এক নারীর সঙ্গে বিয়ে হয় তাঁর! মন্ত্রপাঠ করে পুরোহিতের সামনে অগ্নিসাক্ষী রেখেই হয় বিয়ে। প্রথম স্ত্রীর কথা স্বীকার করে নিলেন ঋষি-পুত্র।

ঘটনাটা বেশ কয়েক বছর আগের। তখন সদ্য বলিউডে পা রেখেছেন। প্রথম থেকেই রণবীরের মহিলা অনুরাগীর সংখ্যা ছিল অন্য তারকাদের কাছে ঈর্ষণীয়। এক মহিলা অনুরাগী তাঁর বাড়ির সামনে যান। বাড়ির সদর দরজার বাইরে রীতিমতো যজ্ঞ করে পুরোহিত নিয়ে এসে রণবীরের ছবি হাতে নিয়ে অগ্নিসাক্ষী রেখে বিয়ে করেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর নিজেই জানান, তিনি তাঁর প্রথম স্ত্রীকে দেখেননি এখনও। রণবীরের কথায়, ‘‘যে সময় মেয়েটি আমার বাড়ির সামনে এসে এই গোটা কর্মকাণ্ড ঘটান, আমি তখন বাইরে ছিলাম শুটিংয়ের কাজে। আমি দারোয়ানের কাছে সবটা জানতে পারি। বিয়ের পর্ব মিটিয়ে মেয়েটি নাকি দরজায় তিলক দিয়ে এবং একগোছা ফুল রেখে যান। যদিও আমার প্রথম স্ত্রীকে চোখে দেখিনি।’’